সাধন পথ হল এক অবিচ্ছেদ্য। By Kamakshya Acharya Gouranga Agambagish, Spiritual Healer at Kolkata
ভয়ঙ্কর এক অজানা কে চেনার এক অচেনার হাতছানি |
ইহাকে সঠিক ভাবে অতিক্রম করতে এক সাধকের জীবনে নেমে আসে কতো দুর্বিসহ মুহূর্ত !
আর কত ভয়ংকর কঠিন পরিস্থিতিকে উপেক্ষা করে তাকে এগিয়ে যেতে হয়, আর তাঁর পরিবর্তে নেমে আসে অর্থনগ্ন কিছু ভয়ংকর সময় |
প্রকৃত সাধক কুল কখনো সেই মুহূর্তটিকে মনে রাখেনা, কারণ তার জীবনে প্রকৃত সামনের প্রতিটি ক্ষণই এক চরম মুহূর্ত অপেক্ষা করে আছে।
ঠিক যেমন কুমোরের গড়া মাটির পাত্রের মতই হলো সেই ক্ষণ যাহার আয়ু রুপ নেয় মানুষের মতোন করে ।
কুমোর যেমন তার তৈরী পাত্র বিক্রি করবার পূর্বে বাজিয়ে নেয়, বিশ্ব প্রকৃতিও সেই রূপ নানাভাবে বাজিয়ে নেন তাঁর প্রকৃত প্ৰিয়পুত্র কে!
প্রকৃত জননী মাগো তুমি তোমার সত্যই অন্ত নাই !
কারণ মাগো তুমি তো তোমার মতোন করেই ইহ জগতে ছিলে, আছো আর থাকবেও ।
তাই সর্বয়েবো জগৎ সত্য আর আমিই কেবল মিথ্যা কারণ আমি ছিলাম কেবলই ছিলাম, আছিও না, আর থাকবোও না ।।।।