Spiritual Healing Services in Kolkata By Gouranga Agambagish
কে দেখেছে তারে ? কালি কালী বল রসনা কে দেখেছে তারে ! তাঁর এমন কালো রূপের ছটায় আঁধার ভুবন আলো করে !! পরম ব্রম্ব্র চৈতন্য সরুপিনি মা মহামায়ার এই ভয়ংকর রূপ চাক্ষুষ কে দেখেছে ? কেউ না কেউ না ! আর যে দেখেছে সে হজম করতে বাধ্য হয়েছে , কারণ সে যে সয়ং পরমব্রম্ভ চৈতন্য ময়ী, চিরকালই যে তিনি অধরাই থেকে গেছেন ! কারণ তাঁর সেই শবারূঢ়া রূপের বর্ননা কখনই করতে দেয়নি শিবজায়া ! কারণ সেই রূপাধার যিনি বহন করে আছেন , সেই শিবত্বত্ত রুপীনী মহাকালস্য গৃহিণী দেবী কালীকাই হলেন কৈবল্যদায়িনী মা মহামায়ার পূর্ণ স্বরুপ কৌশিকি ই যে পরমব্রম্ব্র চৈতন্য ময়ী মহামায়ার কল্পিত রূপ তাহা আর প্রকাশ করিতে লাগেনা ! সাধক কুলের কেহই মায়ের প্রত্যক্ষ রূপের দর্শন লাভ করিতে পারেন নাই ! যাহারা মায়ের রুপ দর্শন এর কথা বলে থাকেন তাহা সর্বদাই পরোক্ষ রূপের প্রকাশ মাত্র ! কখন কন্যা রূপের ,কখন জায়া রূপের , কখন বা আবার নীচ কুলের বাগ্দি মেয়ের ঘুঁটে দেবার রূপের বর্ণনা তেই তাহার রূপের প্রকাশ ঘটেছে মাত্র !