Gouranga Agambagish is one of the Top Spiritual Healer in India
Here are some of the important lines about our life
যখনই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয় তখন সে নিজের জন্য ঈশ্বররের কাছে প্রার্থনা করতে বসে,আর তখনই ঈশ্বরের কাছে মিনতি করে যে সে যেন এই পরিস্থিতি থেকে বিরতি পায়, কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় সেটা কি আমরা কখনো বিবেচনা করে দেখেছি !
প্রার্থনার অর্থ হলো আমাদের সমস্ত আখাঙ্খা ও বাস্তবিক রূপ কে দেবতার পায়ে অর্পণ করা !
অর্থাৎ নিজের কর্মের ফল কি হবে সেদিকে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম করা, এবং ঈশ্বরের প্রতিটি পরিকল্পনাকে আমাদের নিয়তি বলে মেনে নেওয়া টাই তো প্রার্থনা তাই না !
কিন্তু সমস্ত পরিকল্পনা বোঝাটা আমাদের মত অতি ক্ষুদ্র জীবের ক্ষেত্রে তা সম্ভব কি ?
এসব পরিকল্পনা আমাদের কর্মের ফল স্বরূপ প্রকাশ পেয়ে থাকে তাই না, যদি কেউ তার সব কর্মের পরিকল্পনা কে ত্যাগ করে সেটা কি তখন তাঁর কাছে ঈশ্বরের নিকট প্রার্থনা বলে মনে হবে ?
বাস্তবে আমাদের নিকট কর্মজীবন আর ফলের প্রতি মোহো না করাই সত্যি কারের প্রার্থনা, যে প্রার্থনা কর্মের প্রতি বাঁধা হয়ে দাঁড়ায়, আর মানুষ কে কোনো কার্যই করতে দেয় না সেটা প্রার্থনা না অকল্পনীয় পরাজয় ইহা অবশ্যই বিচার করিতে হইবে !