Puja Of Dakshina Kalika Mata With Dhyana & Descriptions

Mantra For the Puja Of Dakshina Kalika Mata by the Best Tantrik Astrologer in Howrah ( GOURANGA AGAMBAGISH)

Best Tantrik Astrologer in Howrah

 

শ্রী মৎ দক্ষিনাকালিকা মাতার ধ্যান ও তার বিবরণ শ্রী মৎ দক্ষিনাকালিকা মাতার পূজার ধ্যান ও তার উপকারিতার বর্ণনা নিয়ে এর আগে অনেকবার বিশদে আলোচনা করেছি, এখন মাতা শ্রীমৎদক্ষিনা কালিকা মাতার পূজার বিষয়ে প্রথমেই বলি যে নবগ্রহের মধ্যে অধিস্তান রত গ্রহরাজ শ্রী শ্রী শনি মহারাজএর অধিপতি দেবতা ও গুরু হিসাবে দক্ষিনা কালিকা মাতার পূজা আমরা করে থাকি ,  এই দক্ষিনা কালির পূজার প্রাক্ক্যালে আমরা একটু আলোচনা করে নি যে মাঁঁ মহামায়ার দশটি রুপের মধ্যে যে রূপের বর্ণনা টি আমি করছি সেটি হলো দেবির প্রথম রূপ ” কালিকা ” |

ইনি হলেন সর্ব প্রথমে শ্মশান বাসিনী | শবরূপ মহাদেবের উপর অধিষ্ঠান করে আছেন, অতি ভয়ংকর আকৃতি যুক্তা ,মুক্তকেশী চতুর্ভুজা , গলায় মুণ্ডমালা ধারণ করে আছেন, (এই মুন্ড গুলি স্বরবর্ণ ও বাঞ্জন বর্ণের পঞ্চাশটি অক্ষরের প্রতিভূ | দেবী র নিচের বাম হস্তে সদ্য কাটা মুন্ড ধারণ করে আছেন | উপরে বাম হস্তে খড়গ শোভা পাচ্ছে, দেবী র নিজের নিচের ডানহাত অভয় মুদ্রা ও উপরি দান হাত বর্ মুদ্রা শোভা পাচ্ছে | এই দেবীর বর্ণ ঘন মেঘের ন্যায় শ্যাম বর্ণা দেহ রক্ত রঞ্জিতা , দুই কানে কর্ণ কুন্তল রূপে শোভা পাচ্ছে দুটি শব শিশু ,কোটি দেশে বহু ছিন্ন হস্ত দ্বারা নির্মিত অলঙ্কারস্বরূপ ধারণ করে আছেন ,শবরূপী মহাদেবের হৃদয়ের উপর দন্ডায়মান , দেবীর দন্ত পংক্তি মুক্ত মালা র মতন চিক চিক করছে ,রক্তাত ঠোটের মুখে অমলিন হাঁসি এই রক্ত ধারা থেকে বোঝা যাচ্ছে যে দেবী অত্যান্ত ক্রোধান্বিত, দেবীর স্তনদ্বয় স্থুল এবং উন্নত , তার ত্রিনয়ন নবোদিত সূর্যের ন্যায় |

তার কেশ পাশ দক্ষিণ বাপি মুক্ত , এনার চার পাশে পঞ্চ শিবা ভহযন্ক শব্দে হুঙ্কার দিয়ে বেড়াচ্ছে , শবরূপী মহাদেবের উপর দন্ডায়মান যে মহাকাল ভৈরবের সঙ্গে বিপরীত রতি ক্রীয়ায় ব্যাস্ত ,এ মত অবস্তায় দেবী সুপ্রসন্ন্যা, এবং দেবীর দক্ষিন পদ মহাদেবের বুকের ওপর রাখিয়া দন্ডায় মানা বলে এনাকেদক্ষিনা কালী বলা হয়| এই দেবী সর্বাধিক প্রচারিতা | এই দেবী হলেন মহাকাল ভৈরব সহিত শ্রী মৎ দক্ষিনা কালিকা মাতা | ইনি অল্পেতে সন্তুষ্ট, কৃষ্ণা প্রতিপদ তিথি, চতুর্থীতিথিতে,অষ্টমীতিথি ,নবমী ও চতুর্দশী তিথিতে এবং শুক্লপক্ষ্যে ঐ তিথি গুলিতে দেবী মাতার পূজা করিলে নবগ্রহ যদি কুপিত হয় তবে ওই মত অবস্তায় মা আনন্দময়ীর পূজার বিধি ও নিয়ম মেনে যদি পালন করা যায় তা হলে খুবই ভালো ফল লাভ হইবে |

বিশেষ করে শনির সাড়েসাতী যাদের চলিতেছে তাদের উদ্দ্যেশে জানাই, যে আশ্বিন মাসের পূর্নিমা তিথি থেকে দীপান্বিতা অমাবস্স্যা তিথি পর্য্যন্ত প্রত্যহ সকালে শুদ্ধাচারে একনিষ্ট ভাবে একটি তাম্রপাত্রের উপর শুদ্ধ জল নিয়ে তাতে রক্তচন্দন দিয়ে তাহাতে একটি বজ্রপুস্প (জবাফুল ) ও একটি যোনি পুস্প (নীল অপরাজিতা ) প্রদান করে ঐ পাত্রের উপর কৃষ্ণতিল সামান্য ও যব দিয়ে (ঐ দ্রব্য গুলি সবই দক্ষিণ হস্তের বৃদ্ধা্ঙ্গুষ্ট, মধ্যমা ও অনামিকার সাহায্যে তুলিতে হইবে ) সামান্য গন্ধ দ্বারা নিম্নলিখিত মন্ত্র দ্বারা দেবীর অর্চনা পূর্বক কোনো কলাগাছে অথবা পিপলগাছে গোড়ায়ভক্তি পূর্বক প্রদান করিলে দেবী অত্যান্ত সু প্রস্সন্ন হন | ” ওঁ শবারূঢ়াং মহাভীমাং ঘোরদ্রংষ্ট্রাং বরপ্রদাম,হাস্যাযুক্তাং ত্রিনেত্রাঞ্চং কপালো কর্তৃকাকরাম| মুক্তকেশীং লোলজিহ্বা পিবন্তিব রুধিরং মুহু ,চতুঃবাহু জুতাং দেবী বরাভয় করাং স্মরেৎ “|| আগের মন্ত্রটি করার আগে নিম্ন লিখিত মন্ত্রটি করবেন ও পরেও ঐ মন্ত্রটি করবেন ( যদি দীক্ষিত হন তবেই করবেন )|

ওঁ ক্রীং ক্রীং ক্রীং হুং হুং হ্রীং হ্রীং শ্রীমৎ দাক্ষিনাকালিকে ওঁ ক্রীং ক্রীং ক্রীং হুং হুং হ্রীং হ্রীং স্বাহা |

এই মন্ত্র গুলি কালস্বর্প যোগ বাক্তি রাও ব্যবহার করিতে পারেন , এ ছাড়া শনিগ্রহ যখন নিচস্থ হয় অথবা কুপিত হয় , কিম্বা রাহু র কোনো সমস্যা থাকলে ,কেতু,মঙ্গল ও যদি কারোর খারাপ থাকে তখন মাতা আনন্দময়ী দাক্ষিনাকালিকা মাতার পূজা করলে শুভফল লাভ করবেন , সুধুই যে দীপান্বিতা অমাবস্যা পর্যন্ত করিবেন তা নয় , সমগ্র বৎসর টি নিত্য সকালে একভাবে মায়ের নাম গান করিয়া মাকে সুপ্রস্সনো রাখিতে পারিলে সকল কুপিত গ্রহরা সু প্রস্যনো থাকিবে ,ও মানব জীবনের প্রতিটি গতি ও প্রকীতিকে সুন্দর ভাবে পরিচালিত করিতে সাহায্য করিবে |

For Any Other Further Queries Please contact with the Best Tantrik Astrologer in Howrah (GOURANGA AGAMBAGISH) Call on 9830265427.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Call Now