Best Spiritual Healing Services In India By Kamakshya Acharya Gouranga Agambagish
আমিত্ব ক্ষতম কিন্তু সে মরে না
শুধু আসা আর যাওয়ার মাঝে ব্যবধান মাত্র কটা দিন! এরই মধ্যে ঘটে চলে মহৎ কর্মকান্ডের কিছু সময় ! আসার দিনে যথাযথ সময়ে যেমন কোন নির্ধারণ থাকে না, তেমনি ভাবে যাওয়ার দিনও সময় টাও কিন্তু সে রকম ভাবে আমার কাছে কোনো নির্ধারিত নয়!
এসে পৌঁছবার আগেই কিন্তু ফিরে যাওয়ার দিনটির সব সময়ের লিস্ট কখন যাবো ঠিক কোন সময়ে আমার প্রত্যাবর্তন তা কিন্তু সবই পাঠিয়ে দেয়া হয় আমার গ্রহীতার নিকট , কিন্তু কি আশ্চর্য দেখুন আমি কিন্তু ঘুনাক্ষরেও জানতে পারি না যে আমার এক্ষুনি যাবার সময় হয়ে গেছে ! আমার গ্রহীতার এতোই সময় অভাব থাকে তখন, যে সে কোন রকম জারিজুরি তখন সে মানতে চায় না! আমার গলা বুক যে শুকিয়ে যাচ্ছে সেই মুহূর্তে সে আমাকে এক গ্লাস জল খেতে সময় দেয় না কি অদ্ভুত তাই না ?
তখন সব পড়ে থাকে, আমার বলে কোন বস্তু কিন্তু তখন আর কাজে লাগে না !
এটাই যে বাস্তব এটাই কিন্তু সত্যি, আর বাকি যে ঘটনাগুলো ঘটলো আসা আর যাওয়ার এই ব্যবধানে সেইগুলো ? সেইগুলো সবই যে মিথ্যে! কত বড় বড় প্রতিশ্রুতি তখন দেয়া হয়েছিল তখন সবই যেন সাজানো বাগানের মতো শুকিয়ে গেল একটি একটি করে ! কত বড় বড় মোটা মোটা পুঁথি পড়েছিলাম, সেই পুঁথিগুলো পড়ে কত বিদ্যা অর্জন করেছিলাম কিন্তু কি হলো ? এত বড় বড় ডিগ্রি অর্জন করলাম কি লাভ হল তাতে আমার তো সব পড়ে রইলো, আমি যে ছিলাম এটাই মিথ্যে , আর আমি যে থাকবো না এটাই চির সত্য !!
হুং হুং-কারে শবারূঢ়ে নীল-নীরদ লোচনে।
ত্রৈল্যোকৈক মুখে দিব্য কালিকায়ৈ নমোহস্তুতে।।
প্রত্যালীঢ় মহাঘোর মুণ্ডমালা প্রলম্বিতে(বিভূষিতে)।
খর্ব-লম্বোদরে-ভীমে (ঘোরে)কালিকায়ৈ-
নমোহস্তুতে।
নব যৌবন সম্পন্নে গজকুম্ভ পদ্মস্তনী।
বাগীশ্বরী শিবে শান্তে কালিকায়ৈ নমোহস্তুতে।।
লোলজিহ্বা দূরারোহে নেত্রত্রয় বিভূষিতে।
ঘোরহাস্যোৎ কটাকারে কালিকায়ৈ নমোহস্তুতে।।
ব্যাঘ্র-চর্মাম্বরে-ধরে খড়্গ-কর্ত্তৃধরে করে।
কপালেন্দী-করে-বামে কালিকায়ৈ নমোহস্তুতে।।
নীলোৎকট জটাভারে সিন্ধু-রেন্দূ মুখোদরে।
স্ফার-বক্ত্রোষ্ঠ দশনে কালিকায়ৈ নমোহস্তুতে।।
প্রলয়া-নল ধূম্রাভে চন্দ্র-সূর্য্যাগ্নি লোচনে।
শৈলাবামে শুভে মাতঃ কালিকায়ৈ নমোহস্তুতে।।
ব্রহ্মা-বিষ্ণু(শিব)নোক্ত জলৌঘে তু শবমধ্যে প্রসংস্থিতে।
প্রেত-কোটি সমাযুক্তে কালিকায়ৈ নমোহস্তুতে।।
কৃপাময়ী হরে মাতঃ সর্ব্বাশা-পরিপূরিণী।
বরদে ভোগদে মোক্ষে কালিকায়ৈ নমোহস্তুতে।।