Kamakshya Acharya Gouranga Agambagish is the Best Astro Guru in Kolkata. Here Some Motivational Lines of Him as Follows.
ধর্ম আগে না দর্শন আগে
আগে ধর্ম, পরে দর্শন!
সব ধর্ম মতেরই মোটের উপর এই একই ইতিহাস বলা হয়ে থাকে ! আবার একদিকে ধর্মমতের সঙ্গে যুক্ত না হয়েও কিন্তু দর্শন বেঁচে থাকে!
কিন্তু ধর্মমতকে সুপ্রতিষ্ঠিত হতে গেলে দর্শনকে অবশ্যই থাকতে হবে তার সঙ্গে ! আমাদের দেশে ধর্ম মত গুলি দীর্ঘকাল ধরে দর্শনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয়ে বেঁচে আছে ! এমনকি ইহা বেদেও দার্শনিক চিন্তার নিদর্শন হয়ে আছে ! বৈদিক ঋষিরা শুধু দিয়ে দেবতাদের উদ্দেশ্যে মন্ত্র রচনা করে গেছেন তা নয় তাদের উদ্দেশ্যে মন্ত্র রচনা করে তাদের স্তবস্তুতি করেছেন তাও নয়, তাঁদের স্বরূপ সন্মন্ধে ও চিন্তা করেছেন বারংবার এবং সকল দেবতাকে একই পরম দেবতার রূপভেদ মাত্র তাও বলে গেছেন ! তাইতো ভারতের প্রধান ধর্মমত গুলি দার্শনিক যুক্তি বিচারের দ্বারা দৃঢ় প্রতিষ্ঠিত ! প্রত্যেক ধর্মমতে তার নিজস্ব নিজ নিজ দর্শন চিন্তার ভিত্তি আছে !
যদি কোন ধর্মমতের দর্শন না থাকে তাহলে সাধারণত জ্ঞানী-গুণীদের কাছে সু প্রতিষ্ঠিত ভাবে ধর্মমত প্রচারিত হয় না এবং ইহা তাহার নিকৃষ্ট রূপে দর্শিত হইয়া থাকে !!
সংক্ষিপ্ত সংগৃহীত ভা শ সা পৃষ্ঠা নং 386/2
আগামী কাল কে দেখেছে ???????
আমার, আমার, আমার ! কি তোমার ছিলো, কিইই বা তোমার আছে এই সুন্দর ভুবনে ! যা ছিলো গচ্ছিত সবই তাঁরই, তুমি তো কিছুই নিয়ে আসোনি এই ভুবনে,যে খালি সবসময়ই আমার আমার করে মরছ! ভুল করছ খুবই ভুল করছ তোমার কিছু থাকতে পারে না !! সবকিছু সঞ্চয় করে মরছো তুমি কার জন্যে ? আগামী কালের জন্য ? দূর পাগল আগামী কালের জন্য হা হা হা হা !!!
আগামী কাল তাই না ?
কে দেখেছে তাকে ? তুমি কি নিজে তাকে দেখেছো, তাহলে তুমি যে সঞ্চয় করছ কার জন্য ? তুমি কি এই টুকু জানো যেটা তুমি সঞ্চয় করে তোমার ভান্ডারে গচ্ছিত রেখেছ সেটা তোমার নয় ! তাহলে তোমার বলে কি রহিল ?
খুব ই ভুল করছ, তোমার এখন কার কথা চিন্তা করা উচিত ; কারণ বর্তমান ই এক মুহূর্তে কালে পরিণত হয়ে যাচ্ছে গো, আমার সেই আগের কথায় আসছি আবার আসছি ; তবে তুমি তাহলে ছিলে, মানে গতকাল তার মানে তুমি এখন বাসি-পচা-নোঙ্গরা তোমার এই সুন্দর দেহের মধ্যে বাসা বেঁধে গিয়েছে অসংখ্য কীট, যারা তোমার এই সুন্দর দেহটি কে মুহূর্তের মধ্যে খেয়ে সাবাড় করে দেবে গো ! তাহলে তোমার কি রহিল ? কিছুই নেই সব শেষ , খালি পরে রহিল তোমার সৃস্টি
মানে যেটিকে তুমি তোমার কর্মের মাধ্যমে তুমি তাকে জন্ম দিয়ে গেছ , এটা শুধুই তোমার; কারণ এর রূপকার যে তুমি নিজে ! এই টুকুই শুধু তোমার নিজের !!!!!