Astro Tantrik in Howrah Kamakshya Acharya Gouranga Agambagish
কে জানে কালী কেমন ?
কে কালী কালী কে :- ব্রহ্ম চৈতন্য স্বরূপিনী।
দেবী কালীকার অন্তর্ভুক্তি রুপ :-
মাতাপার্বতী,দেবীকালীকা ,
দক্ষিনাকালীকা,দুর্গতিনাশিনী
দেবী দুর্গা ও সম্পূর্ণ মহাবিদ্যায় অবস্থিত দেবীগণ এবং মহাদেবী।
দেবীর আবাসস্থল হলো :-
শ্মশানভূমি , মণি রত্নবেদিকা , মন্দির , গৃহের ফাঁকাস্থান।
দেবী সুসজ্জিত :-খড়্গ ,নরমুণ্ড ,বর ও অভয়মুদ্রা (কিছু ক্ষেত্রে কপাল পাত্র )।
দেবীর কটিদেশ আবৃত :- কলানাথ
দেবীর গলোদেশে :- নর মুন্ডমালা
দেবীর বাহন :- শবরূপী মহাদেব বা সদাশিব।
দেবী আবৃত :- পঞ্চ শিবা
স্বামীরূপে অঙ্গীকার বদ্ধ :- মহাকালভৈরব
অনুচর :- জয়া, বিজয়া, ডাকিনি, যোগীনি, শাকিনি, হাকিনি।
দেবীর অন্যান্য নাম:- শ্যামাপূজা, মহানীষা পূজা।
দেবীর নামাঙ্কিত রূপের বর্ণনা :- আনন্দময়ী, ভবতারিণী, কল্যাণেশ্বরী, বিশ্বেশ্বরী, মুক্তশ্বরী, বিন্ধেশ্বরী, পাতালেশ্বরী বিবিধ।
দেবীর আবাহন :- চতুর্দশী, অমাবস্যা
দেবীর আবাহনক্ত সময় :- রাত্রী ৯ -৪৫ মিনিট হইতে চতুরপ্রহর।
পালনকারী গণ :- কেবল মাত্র হিন্দু
দেবীর আবাহনের ধরন:- ধর্মীয় সাংস্কৃতিক উদযাপন।
অঙ্গাঙ্গিভূত পূজার্চনার পূর্বে :- অমানিশায় আলোকসজ্জা ও আতসবাজি।
দেবীর আচার ও উপাচার :-সম্পূর্ণ তন্ত্রক্ত রুপে ।
দেবীর আসন :- মহাযন্ত্র ও পঞ্চ মুন্ডাসন।
দেবীর আগমনের আগামী তারিখ :-
৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার মধ্য নিশি।
দেবীর সংঘটন :-বার্ষিক নামাঙ্কিত রুপ মাত্র।
সম্পর্কিত :- দীপাবলি বা দীপান্বিতা
উৎপত্তি ও ব্রহ্মনাম :- একাক্ষরি বীজ ।
পূজাকালে যে মন্ত্র কে আমরা উচ্চারিত করি বারংবার তাতে কি মা জাগ্রত হন সত্যি করে বলুন তো।
প্রকৃত অর্থে পূজা আমরা কার করে থাকি নিজের না আরাধ্য দেবতার।
এখানে আমি যদি নিজেকে অর্থাৎ আমার অন্তরাত্মা কে যদি না জাগ্রত করতে পারি, তো কি করে আমি আমার আরাধ্যাকে জাগ্রত করব ।
তিনি তো সদাই জাগ্রত তাই না । তাঁর কি চোখের কোন পাতা আছে ? যে সে নয়নকে মুদিত করে রাখবে। নিদ্রা যোগ কি তাঁর সত্যিই আছে ?
আমরা দেবী ভগবতীর পূজায় নিদ্রা কলস প্রতিস্থাপন করি বঠে। তবে সত্যিই কি পরমব্রম্ভ নিদ্রামগ্ন হন।
আমাদের যেহেতু নিদ্রা যোগ আছে তাই আমাদের নিজেকেই জাগ্রত করতে হবে মন্ত্রের দ্বারা।
তাই কথায় আছে
মন্ত্র জাগ্রতি হেতবে।