Astro Spiritual Healing By Kamakshya Acharya Gouranga Agambagish
প্রকৃত সাধকের সাধনা ক্ষেত্রে যখন সে অবতীর্ণ হন তখন সে বেঁহুস থাকে !
তখন তাঁর পরনের কাপড়ের ও হুঁশ থাকে কিনা সন্দেহ !
ঘটা করে লোক দেখিয়ে পাত্র সাজিয়ে কোন উচ্চমার্গের সাধক কখনই ক্রিয়া ও কর্ম করেন কি ?
সাধনভূমি হল একজন সাধকের কাছে অত্যন্ত পবিত্রস্থান ! নির্জনে নীরবে নৃভিতে সাধক তখন স্থান নির্ণয় করার জন্য পাগলের মতন হয়ে যায় !
তাঁর শরীরে তখন কোন রত্নহার ও মালা স্থান দেওয়ার মতন মানসিকতা থাকেনা !
কিনতু আজ কাল সাধনার রীতিনীতি দেখে চোখ কপালে ওঠার মত অবস্থা হয়ে দাঁড়ায় !
একটি রূদ্রাক্ষের মালাই তাঁর কাছে যথেষ্ঠ ! জপেরমন্ত্র গুনে করতে হবে কেন ?
একটু বেশী যদি হয়ে যায় তো ক্ষতি কোথায় ?
এখন তো দেখছি সাধক গনেরা মন্ত্র গোনার জন্য মেশিন সাধনা ক্ষেত্রে নিয়ে যায় এও ভাবতেও অবাক লাগে !
আসলে এখন চট জলদি সব কিছুই হাতের কাছে মানুষ পেতে চায় , এটাই হলো সব থেকে বড় দুর্ভাগ্যের বিষয় !
সাধন ক্ষেত্রে বিশাল বড় বড় পুঁথি কিসের জন্য লাগে এটাই ভেবে পাইনা ! যেন মনে হয় কোন উকিল তার কেসে হাজিরা দিতে এসেছেন !
এনারা কি সত্যিই সাধনা কার্যে অবতীর্ণ হন ?
যত বড় বড় সাধক এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন তাঁরা কখনই সাধন ক্ষেত্রে একাকীত্ব বজায় রেখেছেন , কিণ্তু এখন কার সাধন ভূমি তে অবতীর্ণ হন ঢাক ঢোল পিটিয়ে ও বহু মানুষ কে সঙ্গে নিয়ে !
এটা কি ও কোন ধরনের সাধনা জানিনা বাবা !