Astro Spiritual healing in Kolkata By Kamakshya Acharya Gouranga Agambagish
জন্ম কালীন মাঙ্গলিক যোগ কেউই খন্ডন করিতে পারেনা ! খন্ডন বলে যা ক্রিয়া বা কর্ম করা হয় তা কেবলই মাত্র ক্ষণিকের উপশ্রম মাত্র !! তাই বড় বড় হোর্ডিং এ কালস্বর্প যোগ , মাঙ্গলিক যোগ কাটানো হয় এই সব অ-গ্রহণ যোগ্য ও অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন দিয়ে কি লাভ হয় ভেবে পাই না ! মাঙ্গলিক কথার মানেই হলো সম্পূর্ণ রুপে সর্বক্ষেত্রে নেগেটিভ এনার্জি ! একটুকরো ছোট এলাচ ও একটুকরো ফুল সমেত লবঙ্গ কেউ যদি কম করে চার ঘন্টা নিত্য মুখে রাখে সে ক্ষেত্রে নেগেটিভ এনার্জি অনেকটা কেটে যাবে !
এক মাত্র স্পিরিচুয়াল হিলিং এর মাধ্যমেই এই নেগেটিভ এনার্জি কে নির্মূল করে পজিটিভ এনার্জিতে রূপান্তর করা সম্ভব !!
আমার মা কি সত্যি ই অশুচি ?
এরই নাম বুঝি অম্বুবাচি ?
ভাবতেও অবাক লাগে আমার , আমি তাঁর গর্ভস্থ সন্তান হয়ে জগত সংসারে রটিয়ে বেড়াচ্ছি যে ওগো ৭ইআষাঢ় দুপুর ৭টা বেজে ১৯ মিনিট থেকে ১১ আষাঢ় সকাল ৮টা বেজে ৪৩ মিনিট পর্য্যন্ত আমার মা অশুচি থাকবে !
মায়ের দর্শন সন্তান পাবেনা , সন্তান পাবেনা সে তার মাকে স্পর্শ করতে !
এটা মায়ের অন্য সন্তানদের বক্তব্য !
কারণ মা এখন নাকি অশুচি আছে !
সন্তানের যে বড় বিপদ মা,তাহলে এখন সে কি করবে? সে যে তোর কাছে দৌড়ে এসেছে তাঁর এই বড় বিপদের মুহূর্তে তোকে দর্শন করে তোর পদযুগলের মাথা ঠেকিয়ে একটু নিজেকে ও নিজের মনকে সাহস যোগাবে বলে ! তাহলে তুই কি মা আমাকে দেখা দিবি নে , আমাকে ঠাঁই দিবি নে আমার অশান্ত ও পরিশ্রান্ত দেহ টিকে, মা তুই একবার ও তোর ওই দুই রাঙা শ্রী চরণ পাদপদ্মে মধ্যে !
মা গো আমার এই বিপদের দিনে তোর কি একটু দর্শন পাবো না মা !
আমি জানি মা তোর শরীরটা এখন মোটেই ভালো নেই মা , তা বলে মা তুই কি মুখ ঘুরিয়ে থাকবি?
আমার যদি মা তুই গর্ভধারিণী হতিস তাহলে কি মা তোর যতই শরীর খারাপ থাকুক না কেন তুই কি মুখ ঘুরিয়ে থাকতে পারতিস ? বল মা তুই কি তা পার তিস ?
কখনো !
আমার গর্ভধারিণীর তো প্রত্যেক মাসে ওই ৪/৫ দিন অসুস্থ থাকতো তখন তো সে আমাকে না স্পর্শ করে থাকেনি কখনো , না খেতে দিয়ে থাকতে পারেনি !
সত্যি কারের মায়ের শরীরে রে কখনোই অসুস্থতা আসেনা গো ! আমার মাকে ওই কদিন কখনো দরজা বন্ধ্ করে মুখে কাপড় ঢাকা দিয়ে থাকতে থাকতে দেখিনি !
কারণ মা তো মা ই থাকে না ? মায়ের আবার ক্লান্তি কি
আমি তো কখনো দেখিনি আমার মাকে ক্লান্ত অবস্থায় !!
আসলে কি জান ?
মায়ের না কিছু পোরে পাওয়া চোদ্দআনা কিছু সন্তান আছে যারা এত বেশী বাড়াবাড়ি করে না , তাতে মাও হয় তো ভেতরে ভেতরে অসন্তুষ্ট হয়
কিণ্তু প্রকাশ্যে তা প্রকাশ করতে পারেনা !
কারণ ওই সব সন্তানেরা প্রচন্ড অভিমানী না ? অভিমান বশত যদি মাকে মা না ডেকে অন্য কিছু ডেকে বসে ? তখন তো মায়ের ও আবার প্রেস্টিজ লস্ হয়ে যাবে না !!