একবার শিশু হয়ে যাও না কেনে মন ? by Best Astro Counsellor in India Kamakshya Achariya Gouranga Agambagish
আবার ফিরে যাও তোমার সেই বাল্য কালে ! যেখানে ছিলো না কোন ছুত অচ্ছুত এর ধারাবাহিকতা, কেবল মাত্র প্রাণ খোলা হাঁসি আর আনন্দ মনের উপর দিয়ে বিরাজ করে চলত ! কারণ তখন তো তোমার মনের উপর কোন পাপ বলে বস্তুই প্রবেশ করেনি !
শিক্ষা ও তখন বেশী পেয়ে ওঠো নি , তাই বালক সভাব মনে যাহা করিয়া ছো সবই তোমার অবচেতন মনে !
তখন তোমার মধ্যে যে কু-সংস্কার ও নোংরা প্রবিত্তি ও স্থান পায়নি , তাই তুমি তখন শিশু ছিলে ! তাই তখন তুমি যাহা করিয়া ছিলে সবই তখন ছিল তোমার শিশু সুলভ আচরণ !
তাই তখন তুমি ছিলে জগত জননী মহামায়ার আশ্রিত ! কিন্ত এখন ? তোমার মন হয়েছে চঞ্চল , তাই তো তুমি ছুটে বেড়াচ্ছ এপ্রান্ত থেকে ও প্রান্তে !
ছোট বেলায় মাঠে খেলতে খেলতে কতবার কত রকমের নোংরা মেখে আমরা বাড়ি গিয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়েছি তখন মা কি আমাদের কে দূরে সরিয়ে দিয়েছেন ? কখনই না , মা কি কখন বলেছে যে যা তুই পবিত্র তুই আমায় ছুঁস নি বাবা ! যা আগে তুই চান করে পবিত্র হয়ে আয় আমার কাছে তার পর তুই আমায় ছুঁস ?
কারণ শিশু মন কখনই অপবিত্র হয় না তাঁর গর্ভধারিণীর কাছে ! যতই তুমি নোংরা মেখে মায়ের কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়ো মা তখন নিজ পবিত্র স্নেহের ছোঁয়ায় অপবিত্র ও কলুষিত শরীর কে এক নিমেষে শুদ্ধতায় পরিণত করে দেন !
ঠিক তেমনি ভাবে মনের সকল কলুষিত ভাবকে সঙ্গে নিয়ে অপবিত্র হয়ে এবং মন কে পবিত্র করে মায়ের কাছে হাজির হও এবং নিজের মন কে শিশু মনে পরিবর্তন করে ও সকল বন্ধন কে ও কু-সংস্কার কে চূর্ণ বিচূর্ণ করে মায়ের কোলে গিয়ে হাজির হও !
তার জন্য কোন বিশেষ উপঢৌকনের প্রয়োজন নেই ! প্রয়োজন নেই কোন দামী শাড়ির ,কোন স্বর্ণ ও রৌপ্যের গহনার , ভালো পুষ্পমাল্যর ও প্রয়োজন নেই !
খালি বুক ভরা ভালোবাসা আর এক টুকরো ভক্তিতেই সে আনন্দে আটখানা হয়ে যাবে !
কোন কিছুর ই প্রয়োজন লাগেনা মায়ের পূজায় ! মা জোড়া পাঁঠা ও বড় বড় মহিষ এবং সুখাদ্য খায় না ! রুপার থালা বাসন ও কোষাকূষি র প্রয়োজন নেই ! এই গুলো সবই বাজ্হ্যিক !
মা আমাকে যদি এই টা পাইয়ে দাও আমি তোমায় জোড়া পাঁঠা দেব , দামী বেনারসি শাড়ি দিয়ে তোমায় পুজা দেব ,খালি দেনা ও পাওনার সম্পর্ক তাই না ? কাকে তুমি দিচ্ছ হে ?
আর তার সঙ্গে জুটেছে কিছু লোভী সম্প্রদায় পূজক ,এ নাহলে হবে না ও না হলে হবে না , যতই দাও না কেন পেট আর ভরে না !
এখন বর্তমানে আড়ম্বর প্রমাণ পুজায় ভরে গেছে খালি অভাব থেকে গেছে ভাব ,ভক্তি ও ভালোবাসা !!