A Blogs About Spiritual Healing By Spiritual Healer Gouranga Agambagish
আলো আঁধারের মায়ার খেলায় আমাদের জীবন কে মাতিয়ে রেখেছে এই মোহময় প্রকৃতি !
তাই আলো আছে বলে আঁধার কে মানবো না সেকি কখন হয় ?
এযে প্রকৃতির নিয়মে বাঁধা গো !
সুখের পিছনে যেমন দুখের অবস্থান , তেমনি দুঃখের পিছনে যে সুখ উঁকি মারে !
এতো প্রকৃতির অমোঘ খেয়ালের চলার গতিপথ, একে আটকায় কার সাধ্ব ! সুখের সময় সুখ টি নেব আর দুঃখ যদি একবার জীবনে উঁকি মারে তখনই অস্থির হয়ে উঠবো একি কখন হয় ?
তবে আমি এটুকু জানি এসব হলো ধৈয্যের পরীক্ষা !
জন্ম যখন হয়েছে কর্ম করার জন্য তখন কর্ম করে যেতেই হবে !
যত ভালো কর্ম আমি করবো সেই কর্মের মাধ্যমে আমার সাফল্য ! আর যত ভালো সাফল্য আসবে তখন সাফল্যই নিয়ে আসবে জীবনের সেই আনন্দ ঘন মুহূর্তটি এবং সেটিই হবে জীবনের চরম সুখ, যাহা কিছু দিন আগে আমি আমার জীবন থেকে হারাইয়াছিলাম !!
আমার চলার পথ যদি ঠিক থাকে তবে কার স্বাধ্য আছে আমার জীবন চলার পথ থেকে সুখ নামে অতি দুর্লভ বস্তু টিকে কেঁড়ে নেয় ?
তখন প্রকৃতি ও কিন্ত একবার চিন্তা করবে !!!