Kamakshya Achariya Gouranga Agambagish is the Spiritual healer in kolkata
অবিদ্যা শক্তির ভেদ ——–
যাহা বিদ্যা নয় তাহাই হলো অবিদ্যা,
অবিদ্যার আধার হলো সম্পূর্ণ তিমির নিমর্জিত পথ এবং সম্পূর্ণ রূপে অজ্ঞান কেন না অজ্ঞানই হলো বন্ধন ! এবং এই চিৎশক্তি পরিচ্ছিন্নত্ব জ্ঞানই হলো অজ্ঞান !
অবিদ্যা সর্বদাই জীবকে পঞ্চ বন্ধনে আবদ্ধ করে রাখে !
অনাত্মায় আত্মবুদ্ধি – যেমন দেহ মন এই সব মোটেই আত্মানয়,অথচ এদের আত্মা মনে করা
আত্মায় অনাত্মা বুদ্ধি – পরম ব্রহ্মই যে আত্মা অথচ তাঁকে আত্মা জ্ঞানে স্বীকার না করা !
অহং বিদ্যা – সর্বদাই আত্ম গরিমায় আবদ্ধ থাকার ফলে অবিদ্যা শক্তি বিদ্যা শক্তি কে পরাভূত করে !
জীব দেহের পরস্পর ছোট বড়ো ভেদাভেদ জ্ঞান করা ও পরস্পর কে ভিন্ন রূপে মনে করাই হলো অবিদ্যা শক্তির একটি বড়ো রূপ !
ঈশ্বর থেকে আত্মার ভেদ – ঈশ্বর ও আত্মার স্বরূপতঃ অভিন্ন কিন্তু তবুও ঈশ্বর থেকে নিজেকে ভিন্ন মনে করে ইহা ও কিন্তু অবিদ্যা শক্তির অন্তরগত !
চৈতন্যশক্তি থেকে আত্মার প্রকারভেদ – আত্মা ও জনশক্তি ও ভিন্ন হলেও জীবাআত্মা ও চৈতন্যশক্তি অভিন্ন হলেও জীব আত্মাকে চৈতন্য শক্তি থেকে ভিন্ন মনে করে !
কাজেই সর্বক্ষেত্রে দেখা যায় মায়া, বিদ্যা অবিদ্যা সর্ব ক্ষেত্রে ক্রিয়া ভেদে ভিন্ন মনে হলেও তত্ত্বদৃষ্টিতে শক্তি কিন্তু একই !!
এই বিদ্যা শক্তি কে কেউ বলেন তপঃ আবার কেউ বলেন তমঃ, আবার অন্যেরা বলেন জড়, জ্ঞান, মায়া, প্রকৃতি শক্তি !!!