Spiritual Healing Services By Kamakshya Acharya Gouranga Agambagish
সর্বপ্রথম বলি একজন মাতৃ সাধক সর্বদাই তার মধ্যে উন্মাদবৎ ভাব থাকবে,তাঁর লক্ষ হলো কিভাবে মায়ের দেখা পাবো, মায়ের সঙ্গে কথা বলবোআর মায়ের সঙ্গে সময় অতিবাহিত করবো যেমন মা ও ছেলের সম্পর্ক হয়ে থাকে !
আর একজন তান্ত্রিক বা তন্ত্র বিদ তার সর্বদাই লক্ষ থাকবে তার নিক্ষুত কর্ম অথবা দ্রব্যাদি গুন ক্রিয়ার দিকে, এবং তাঁর পরিপাটি ব্যবহায্য বস্তু মালা ও বস্ত্রের দিকে, আর নজর থাকে তিথি ও নক্ষত্র র দিকে, প্রকৃত মাতৃ সাধকের সময় কোথায় এই সব নিয়ে নাড়াঘাটা করার, কারণ সেতো বিভোর হয়ে আছে সেই অদৃশ্য শক্তি কে জয় করার জন্য তার পরনের কাপড় রইল কিনা সে দিকে তার নজর আছে কি ? মোটেই না কোনটা বাম শক্তি কোনটা ডান শক্তি, কোনটা রক্ত বস্ত্র, কোনটা পীত বস্ত্র কোনটা বা ধূসর তার সে কোনো দিকে নজর থাকে না! এর ওপর দ্রব্যগুন এর কিসের দরকার আছে তার ভেবে পাইনা যতসব !
কাদের লাগে যারা গৃহী ও লৌকিক কাজকর্ম করে মানুষের মঙ্গল কামনা করার জন্য বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করে তাদেরই লাগে দুনিয়ার মাদুলি বাবাদুলি ! কোনো দিন কি কেউ পড়তে দেখেছে তাঁকে, গলার পৈতেটাকেও মাঝে মাঝে গাছের ডালে খুলে রাখতে ভালোবাসতো, কারণ কোনরকম ব্রাহ্মণত্তের ভয়ঙ্কর এই অহংবোধ যেন তার মধ্যে অবস্থান না করে ! নির্জন নীরবে-নিভৃতে শ্মশানঘাটে পুকুরপাড়ে বসে রাতের অন্ধকারে মাঝরাতে মাতৃ আরাধনায় সে ব্যস্ত থাকতো ! যখন সে পায়ের নুপুরের ধোনির আওয়াজ শুনতে ব্যস্ত থাকত তখন তো সে একবারও চিন্তা করত না যে আজ অমাবস্যা কিম্বা পূর্ণিমা চতুর্দশী কিম্বা অষ্টমী, শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ সব ই তখন তাঁর কাছে ভিত্তি হীন !