পূজা ঘটে না মূর্তিতে ? by Kamakshya Acharya Gouranga Agambagish (Provides you the Best Spiritual Healing Classes in Kolkata)
প্রাণ প্রতিষ্টা থেকে চক্ষু দান, আবাহন থেকে বিসর্জন সবই যখন ঘটে সমাপন হয় , মূর্তি বা অবয়ব কেবল মাত্র দেবতার গঠন ও আকৃতি কে হৃদকমলে স্থাপিত করার জন্যই আমরা মূর্তি পূজা করে থাকি ! আর একটা দিক যদি আমরা দেখি তখন দেখতে পাবো যে কোন দেবতার পূজা করছি আমরা সেটাকে যদি সন্মুখ শিখরে দণ্ডায়মান না রাখি তবে আমাদের মন চঞ্চলতা বৃদ্ধি পায় , তখন আর হৃদ কমলে স্থাপন করা খুবই মুশকিল হয়ে দাঁড়ায় ! তাই তখনই পূজকের সন্মুখএ যদি মূর্তি স্থাপিত থাকে তখন সেই পূজক বারে বারে দেবতার ধ্যান তাঁর হৃদ কমলে সঞ্চারিত করলে মনের চঞ্চলতা ততক্ষনাত দুর হয়ে যায় !
কিণ্তু যত যাই হোক না কেন প্রাণ প্রতিষ্ঠা ও চক্ষু দান সর্ব প্রথম সাধকের নিজের অন্তরের ভিতর স্থাপিত না করতে পারলে এবং সেই দেবতার অধিষ্ঠান নিজ হৃদ কমলে স্থাপন করা পর্য্যন্ত সে কোন মতেই সন্মুখে দেবী ঘট বা মূর্তি তে কোন উপায়েই পূজা করিতে পারিবেনা ! আর সেই আরাধ্যাকে নিজ হৃদ কমলে স্থাপনের পর আর সাধকের আর কোন বাজ্হিক জ্ঞান থাকিবেনা, সেই মুহুর্তে সাধকের সন্মুখীন যা থাকিবে সবই অন্তরাত্মার সহিত প্রতিষ্টিত হইয়া যাইবে ! তখন আর কি দেবী ঘট কি মূর্তি সবই তখন সচল ভূমিকা পালন করবে !
অতএব সেই মুহূর্তে সাধকের নিকট আর মূর্তি কিম্বা ঘটের ও কোন প্রয়োজন নেই !