আমি কি আদৌ জন্ম নিয়েছি ? By Best Spiritual Tantrik in South Kolkata
কি ভয়ংকর লড়াই টা না করে যাচ্ছি প্রতি নিয়ত তাই না ?
যেমনটা ন-মাস দশ-দিন যখন ওই আমার জন্ম দাত্রীর ভিতরে আমি আশ্রিতা ছিলাম খালি বেঁচে থাকার জন্য ! কত বার প্রকৃতির অমোঘ খেয়ালে পরে এই বোধহয় আমার মৃত্যু ঘটবে , কিণ্তু না অসীম লড়াই চালিয়ে গেছি কেবল মাত্র বেঁচে থাকার তাগিদে যেমন , তেমনি প্রকৃতির সঙ্গে ও এক ই লড়াই চালিয়ে যiেতে হয়েছে ওই এক ই বেঁচে থাকার তাগিদে ! এ সব ই মাতৃ গর্ভে অধিষ্ঠান থাকা কালীন গল্প, নয় মাস দশ দিন মায়ের গর্ভে আমার থাকার যে অভিজ্ঞতা তার অনূভবেই এই লেখা ! ঠিক তেমনি মাতৃ গর্ভ থেকে বেড়িয়ে আমি মুক্তি আনন্দে মা মা বলে যখন চিৎকার করে উঠেছি ঠিক সেই সময় কে যেন আমার মুখ টি কে চেপে ধরে আমাকে জানান দিলো কি ভাবছিস তুই খুব আনন্দ তাই না চুপচাপ থাক !
আমি তখন তাঁকে জিজ্ঞেস করি এই সবে আমি আমার নতুন মুক্তির স্বাদ গ্রহন করলাম আবার কেন তুমি আমাকে আমার কন্ঠরোধ করছো ?
তখন সে হুংকার দিয়ে বলে ওঠে তাতে কি হয়েছে তোর ?
মুক্তি মুক্তি করিস যে তুই “” ওরে তোর মুক্তি কোথায় আছে সয়ং মহাকালের পদতলে তোর মুক্তি যে বাঁধা আছে ! “” শুনে আমি চমকে গেলাম , তার মানে? তখন উত্তর এলো তুই আগে ছিলি দুটো মাতৃ গর্ভে ! আর এখন তুই তোর গর্ভধারিনী মায়ের গর্ভ থেকে বেড়িয়ে আর এক মায়ের ( প্রকৃতির )গর্ভে অধিস্ঠান করছিস বাবা ! তোর তো আদৌ কখনো জন্ম হয় নি বাবা , কালের গর্ভে থেকে কেউ তো কখনোই বেরোতে পারেনি আর পারবেও না !